নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন লাগে আজ দুপুর পৌনে একটা নাগাদ। দমকলের চারটি ইঞ্জিন আপাততঃ যুদ্ধকালিন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে।
 সূত্র বলছে, ব্যাটারি কারখানার বয়লারে আগুন লাগে। তরপর সেই আগুন ছড়িয়ে পড়ে। আগে বয়লার কয়লায় চলতো। এখন ডিজেলে চলে।
সূত্র বলছে, ব্যাটারি কারখানার বয়লারে আগুন লাগে। তরপর সেই আগুন ছড়িয়ে পড়ে। আগে বয়লার কয়লায় চলতো। এখন ডিজেলে চলে।

