নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: দলমার দামালদের জন্য এবার এলাহী আয়োজন বনদপ্তরের। তাদের জন্য প্রতিদিন নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছে পছন্দের খাবার! কথাটা শুনতে অবাক লাগলেও ‘হাতি সমস্যা সমাধানে’ এমনই উদ্যোগ নিয়েছে বাঁকুড়া উত্তর বনবিভাগ।
লাল মাটির জেলা বাঁকুড়ার উত্তরাংশে প্রায় সারা বছর পরিযায়ী হাতিদের আনাগোনা লেগেই থাকে। জঙ্গলে প্রয়োজনীয় খাবারের অভাব থাকায় প্রায়শই লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। ফলে গ্রামের মানুষ চরম আতঙ্কে দেন। সম্পত্তি হানির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে কখনো কখনো।
বনদপ্তর সূত্রে খবর, বড়জোড়া রেঞ্জ এলাকায় এই মুহূর্তে ১০ টি হাতি রয়েছে। এই মরশুমে ঐ হাতি গুলিকে এক জায়গায় আটকে রাখতে শীতলা বীটের বাঁদকোনা জঙ্গলে বৈদ্যুতিক বেড়া তৈরী করা হয়েছে। আর সেখানে নির্দিষ্ট সময় অন্তর পৌঁছে দেওয়া হচ্ছে লাউ, কুমড়া, শশা, কলা গাছের মতো হাতিদের পছন্দের খাবার। সঙ্গে হাতিদের শরীরে লবনের যোগান পর্যাপ্ত রাখতে বিভিন্ন জায়গায় রাখা রয়েছে লবনের বস্তাও। একেবারে নাগালের মধ্যে খাবার পেয়ে খুশী হস্তীকূলও।