সাংবাদিক পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: নামকরা সংবাদ মাধ্যমের সংবাদ কর্মী হিসাবে পরিচয় দিয়ে এলাকা থেকে লক্ষাধিক টাকার প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মিথ্যাপ্রতিশ্রুতি দিয়ে ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ভুয়ো সাংবাদিক।ঘটনায় গ্রেফতার উস্থির শেরপুরের বাসিন্দা বিশ্বজিৎ দে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় নামী সংবাদ মাধ্যমের রিপোর্টারের তকমা লাগিয়ে চালাতো কাটা তেলের ব্যবসা। বিভিন্ন অজুহাতে প্রভাবশালীদের নাম করে একাধিক ব্যক্তির থেকে প্রায় ২৫ লক্ষ টাকার প্রতারণা করে বিশ্বজিৎ। ঘটনার পর থেকে ৮ মাস এলাকা থেকে পলাতক ছিলো সে। শুক্রবার রাতে ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে বিশ্বজিৎ দে কে গ্রেফতার করে।

তবে কীভাবে নিজেকে সাংবাদিক সাজিয়ে এলাকায় অবৈধ কাটা তেলের ব্যবসা করে ২৫ লক্ষ টাকার প্রতারণা করলো তারই তদন্তে পুলিশ। অবশ্য পাওনাদারদেরকে বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিদের নাম নিয়ে শাসিয়ে রাখতো বিশ্বজিৎ দে এমনটা অভিযোগ প্রতারিত ব্যক্তিদের। তবে এই ঘটনার পেছনে আর কারা কারা আছে তারই তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্তকে শনিবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০,৪০৬,৫০৬,৩৪১ ধারায় মামলার রুজু করেছে পুলিশ। ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে প্রতারণা চক্রের শিখরে পৌঁছাতে চায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্তের দু’দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 19 =