বকুলতলা থানা ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ হাতেনাতে গ্রেপ্তার দুই ব্যক্তি ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: দুয়ারে পঞ্চায়েত ভোটের দামামা । আর তার আগেই বকুলতলা থানা ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ হাতেনাতে গ্রেপ্তার দুই ব্যক্তি । ধৃতদের নাম অজয় ​​কয়াল ও রাজা গায়েন । দুজনেরই বাড়ি বকুলতলা থানা এলাকায় ।

তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ছঘরার পিস্তল ও কার্তুজ । সঙ্গে দুটি মোবাইল ফোন সহ একটি মোটরসাইকেল । প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে ধৃতরা স্থানীয় জীবন মন্ডলের হাটে কাউকে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে এসেছিল । তখনই পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ।

এবিষয়ে আরো তথ্য পেতে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ । তাই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে আদালতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =