এবছর শান্তিপুরের রাস উৎসবে মন্ডপ সজ্জার নতুন চমক আনতে চলেছে শান্তিপুর আগমেশ্বরিতলা ইয়ং স্টার পুজো কমিটি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: কদিন বাদে শান্তিপুরের প্রধান উৎসব রাস উৎসব। এবছর রাস উৎসবে মন্ডপ সজ্জার নতুন চমক আনতে চলেছে শান্তিপুর আগমেশ্বরিতলা ইয়ং স্টার পুজো কমিটি। এ বছর তাদের মন্ডপ সজ্জার চিন্তাভাবনা কেমন আছে ।

পুজো মণ্ডপে লাগানো হচ্ছে কুটির শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলি, যা মন্ডপ সজ্জার আরো বিশেষ আকর্ষণ করে তুলবে। তবে প্রত্যেক বছরই হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয় পুজো মণ্ডপ দেখার জন্য, এ বছরও প্রচুর দর্শনার্থীদের ভিড় হবে বলে জানান উদ্যোক্তারা। যদিও মন্ডপ সজ্জার কাজ প্রায় শেষের দিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =