নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: নাবালিকাকে গনধর্ষণের ঘটনার তদন্তে নরেন্দ্রপুরে রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। বাড়িতেই এলাকার দুষ্কৃতীদের হাতে গনধর্ষনের শিকার হতে হয়েছিল এক নাবালিকাকে। আপাতত সোনারপুরের এক হোমে রাখা হয়েছে তাকে। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহে।
মাস দুয়েক আগে এই ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে প্রথমে নরেন্দ্রপুর থানায় আসেন তারা। নরেন্দ্রপুর থানার আধিকারিক অনির্বান বিশ্বাস ও এই কেসের তদন্তকারী অফিসারের সাথে কথা বলেন। তারপর যান সোনারপুরের একটি হোমে। নাবালিকা নির্যাতিতার সাথে কথা বলেন তারা। রাজ্য মহিলা কমিশনের অন্যতম সদস্য দীপান্বিতা হাজারি বলেন এখন অনেকটাই ভালো আছেন নির্যাতিতা। তারা তার সাথে কথাও বলেছেন।

