মুখ্যমন্ত্রীর রাস পূর্ণিমার মধ্যে নদীয়া জেলা সফর নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: মুখ্যমন্ত্রীর অন্য ধর্মের উৎসবের পঞ্জিকার কথা মনে থাকে। নবদ্বীপ শান্তিপুরের রাশের মাহাত্ম্য তার মনে থাকে না। নদীয়ার নবদ্বীপের রাস পুর্নিমায় নটরাজ পুজা কমিটির পুজার উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী জেলা সফর সম্পর্কে এমনভাবে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আগামীকাল থেকে তিনদিনের নদীয়া জেলার সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর রাস পূর্ণিমার মধ্যে নদীয়া জেলা সফর নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। একই সাথে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,

মুখ্যমন্ত্রী এমন একটি সময়কে বেছে নিয়েছেন যেখানে শান্তিপুর এবং নবদ্বীপের রাস উৎসব চলছে, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর রেশ এখনো কাটেনি। আর সেই সময়টাকেই তিনি বেছে নিলেন।

এই সময় মুখ্যমন্ত্রীর অন্য ধর্মের পঞ্জিকা মনে থাকে অথচ রাসের কথা তার মনে নেই শান্তিপুর এবং নবদ্বীপের রাশের মাহাত্ম্য কথা তার মনে থাকে না। একই সাথে বিরোধী দলনেতা পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলেন, মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় ঠিক এবার উল্টে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =