নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কামারহাটি :: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এলে ঘন্টাখানেক তাকে ফেলে রাখা হয় বলে অভিযোগ রোগীর পরিবারের। মৃতের নাম নিজাম মহন্মদ আলী। বছর ৪৫ এর এই ব্যক্তি কাকিনাড়ার বাসিন্দা। কামারহাটিতে এক দোকানে দিনমজুরের কাজ করতেন তিনি। মৃতের পরিবারের অভিযোগ,ভুল ওষুধ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে ।
যার ফলে ভুল ওষুধ প্রয়োগ করার সাথে সাথে মুখ দিয়ে গ্যাজ্লা বের হতে থাকে রোগীর। কিছুক্ষণ এই ভাবে থাকার পর হাসপাতালের বিছানায় মারা যান তিনি। রীতিমত রোগীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল।এলাকার মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে উঠছে। এই ভাবে একের পর এক রোগীর মৃত্যুর ফলে কামারহাটিবাসী মেজাজ হারিয়ে খুনি হাসপাতাল বলে অভিযোগ জানাতে থাকে। ঠিক মত চিকিৎসা হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। এমনকি চিকিৎসা পরিষেবা পেতে হাসপাতালে গেলে হুমকি দেওয়া হয় রোগীর পরিবারকে।
এমন একের পর এক বিস্ফোরক অভিযোগ কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিরুদ্ধে। ভুল চিকিৎসা থেকে শুরু করে হাসপাতালে গেলে রোগীকে চিকিৎসকদের কাছ থেকে মেলে হুমকি।