‘মাওবাদীদের ডাকা বনধে’ পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ার জঙ্গল মহলে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মাওবাদীদের ডাকা বনধে’ পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ার জঙ্গল মহলে। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া গোবিন্দনগর থেকে জঙ্গল মহল ঝাড়গ্রামগামী কোন বাস ছাড়েনি। ফলে চরম সমস্যায় সাধারণ যাত্রীরা।

বাস শ্রমিক বিশ্বনাথ দাসের দাবি, ‘মাওবাদীরা বনধ্ ডেকেছে’। তাই বাসস্ট্যাণ্ড থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম ভায়া তালডাংরা রুটে কোন বাসচলাচল করছেনা বলে তিনি জানান। আর এক বাস চালক নুপূর ঘোষ বলেন, গতকাল রাতে হঠাৎ করে জানতে পারি ‘মাওবাদীরা বনধ্ ডেকেছে, ভয়ে আর আজ বাস রাস্তায় নামাইনি’। তাদের কোন নিরাপত্তা নেই, বিপজ্জনক অবস্থায় বাস চালাতে হয় বলে তিনি জানান।

হঠাৎ এই বনধে সমস্যায় বাসযাত্রীরাও। বিশ্বনাথ নাগ নামে এক বাসযাত্রী বলেন, এখানে হাসপাতালে রোগী ভর্তি আছেন, টাকা পয়সা ও জরুরী কাগজপত্রের জন্য মটগোদার বাড়িতে যাওয়া জরুরী। কিন্তু ঐ রুটে কোন বাস চলাচল না করায় তিনি সমস্যায় পড়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =