নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ডেঙ্গু সচেতনতায় পথে ইতিমধ্যেই কলকাতার রাজপথে নেমেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার পথে নামলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। গতকাল পিলখানায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যুর ঘটনার পর আজ বৃহস্পতিবার ওই এলাকায় পরিদর্শনে যান।
গতকালই ডেঙ্গুতে মৃত্যু হয় হাওড়ার গোলাবাড়ির পিলখানা সেকেন্ড বাই লেন এলাকার নয় বছরের শিশু জিসান রাজার। বৃহস্পতিবার সকালে পিলখানার ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন সুজয় চক্রবর্তী সহ পৌরসভার কমিশনার ধবল জৈন ও অন্যান্য আধিকারিকরা। তাঁরা এদিন ওই এলাকা পরিদর্শন করেন। সেখানে গিয়ে মৃত শিশুর পরিবারের সঙ্গেও তাঁরা কথা বলেন।
এলাকার বাসিন্দারা এদিন কার্যত পুরকর্তাদের সামনে পেয়ে তাঁদের ক্ষোভ উগরে দেন। অভিযোগ, এখানে নিয়মিত সাফাই হয়না। পুরকর্মীদের সবসময় দেখা মেলেনা। এর পাশাপাশি গত চার বছর ধরে পুরসভায় নির্বাচন না হওয়ায় এই সমস্যা আরও বেড়েছে।