নিষেধাজ্ঞার পরেও ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে ধুনধুমার স্কুলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দঃ ২৪ পরগনা :: নিষেধাজ্ঞার পরেও ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে ধুনধুমার স্কুলে।ছাত্রদের ফোন ব্যবহারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার জিবনতলার কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে। ছাত্রদের মারধর করার অভিযোগ উঠল আবাসিক শিক্ষকদের বিরুদ্ধে।

তারপর ছাত্ররা পাল্টা স্কুলে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্র। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিভাবক শতদল মণ্ডল বলেন, ফোন ব্যবহারটা শুধু একটু অজুহাত মাত্র। স্কুলের পদার্থবিদ্যার শিক্ষকের আচার-আচরণ এবং ছাত্রদের সঙ্গে ব্যবহার অত্যন্ত খারাপ। সেটি যখন ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয় এবং ছাত্র-ছাত্রীরা জানায় তার জন্যই মূলত এই মারধরের ঘটনা। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তারা কোন কিছুই জানাতে অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =