মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করল বিজেপি বিধায়করা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করল বিজেপি বিধায়করা। এদিন রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। উল্লেখ্য তিন দিনের জেলা সফরে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে একটি জনসভা করেন তিনি।

জনসভা শেষ করে শান্তিপুরে এসে রাসযাত্রা দর্শন করেন। আজ রানাঘাট ছাতিমতলার মাঠে একটি প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। অভিযোগ প্রশাসনিক বৈঠক হওয়া সত্ত্বেও বিজেপির জন প্রতিনিধিদের কোন আমন্ত্রণ জানানো হয়নি। নদীয়াতে মোট আটটি বিধায়ক রয়েছে বিজেপির এবং একটি সাংসদ রয়েছে। অভিযোগ আজকের প্রশাসনিক বৈঠকে তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি।

মূলত এই অভিযোগ তুলে এদিন রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়ক কর্মী সমর্থকরা। এ বিষয়ে রানাঘাটের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জী বলেন, একটি প্রশাসনিক বৈঠক হওয়া সত্ত্বেও আমরা কেন আমন্ত্রণ পাবনা ওই বৈঠকে। আমরা যেহেতু জন প্রতিনিধি আমাদেরও জানার অধিকার আছে আমাদের জেলা টা কিভাবে চলছে। এটি চরম নক্কারজনক কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fifteen =