নিখোঁজ মৎস্যজীবী রহস্য ঘনীভূত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: উত্তর ২৪ পরগনা বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ১১,নম্বর স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বছর ৪৮ এর শত্রুঘণ মন্ডল পেশায় মৎস্যজীবী। গত অক্টোবর মাসের ২৩ তারিখে মেছো ঘেরীতে মাছ চাষ করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায় না।

স্ত্রী অঞ্জনা মন্ডল নিকটতম আত্মীয় পাশাপাশি তাদের পরিচিত লোকজনদের সঙ্গে কথা বললেও স্বামীর খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ ১৮ দিন নিখোঁজ থাকার পর স্ত্রী অঞ্জনা মন্ডল গতকাল বুধবার হিঙ্গলগঞ্জ থানায় নিখোঁজ এর অভিযোগ করেন। পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন জানান বছর ১৭ এর তার একটি কন্যা সন্তান আছে পাশাপাশি ৭, বছরে একটি পুত্র সন্তান আছে।

একমাত্র পরিবারের জীবন জীবিকা করে সংসার চালাতে এবং পড়াশোনার খরচা চালাতো। আজ সংসার বিপন্নর মুখে, যাতে তাকে খোঁজ পাওয়া যায় তার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে।

কিন্তু প্রশ্ন উঠছে নিখোঁজ হয়ে যাওয়ার ১৮ দিন পরে কেন স্ত্রী থানায় নিখোঁজের অভিযোগ করলেন। এতদিন তাহলে কোথায় ছিলেন, কি কারনে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কেন প্রশাসন কে এতদিন জানানো হলো না। দিন যত যাচ্ছে নিখোঁজের রহস্য তত ঘূনীভূত হচ্ছে। হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ পাওয়ার পর স্ত্রী অঞ্জনা ও পরিবারে অন্যান্য সদস্যসহ সহকর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =