নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদার মানিকচকে কালিন্দী নদীতে দেখা মিলল কুমিরের। আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের কর্মীরা।
জানা গিয়েছে,এদিন নদীতে বেশ কিছু মানুষ স্নান করতে আসে। হঠাৎ কালিন্দ্রী নদীতে দেখতে পায় কুমীর। দেখে চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর দেওয়া বন দপ্তরকে । ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা আসে। গ্রামের বাসিন্দা এক্রামুল হক জানান,সকালবেলা ঘটনা শুনতে পেয়ে এসেছি। দুইবার কুমিরের মাথা দেখতে পেয়েছি।
প্রশাসনকে জানানো হয়েছে। গোটা গ্রাম আতঙ্কে রয়েছে। ঘাটে স্নান বন্ধ করে দেওয়া হয়েছে। বনদপ্তরের আধিকারিক সুজিত কুমার চ্যাটার্জী বলেন,হয়তে মাছকে চেজ করে নদী পথে এখানে চলে এসেছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। যাতে কুমিরের ক্ষতি না হয় সে দিকে নজর রাখা হচ্ছে। ঘাটে স্নান বন্ধ রাখা হয়েছে। সে যাতে মেন স্ট্রিমে ফিরে যায় সেই দিকে নজর রাখা হচ্ছে।