নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মন্ত্রী অখিল গিরির ‘বিধায়ক পদ খারিজে’র দাবি জানালেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এক ভিডিও বার্তায় তিনি এই দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি তিনি জাতীয় মহিলা কমিশন, প্রধানমন্ত্রী ও রাজ্য বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখেছেন বলে জানান।
প্রসঙ্গত, এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মুকে নিয়ে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনারপর সর্বত্র নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি মুহুর্তের মধ্যে ‘ট্রেণ্ডিং’ হয়ে যায়।
সাংসদ সৌমিত্র খাঁ আরো বলেন, এটাই ভারতবর্ষ, যেখানে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে রাজ্যের মহিলাদের পথে নেমে প্রতিবাদ জানানোর অনুরোধ জানিয়েছেন।