নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: মুখে হাত কয়েক , লম্বা করাতের মতো ঠোঁট, চেহারা অনেকটা হাঙরের মতো, স্থানীয় ভাষায় নাম চিরুনি ফলা মাছ। রবিবার দিঘা মোহনার মাছের আড়তে এই বিরল প্রজাতির মাছ দেখে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল ব্যবসায়ীদের মধ্যে।
মাছ বাজারের এক ব্যবসায়ী জানান, এই মাছ এখন বিলুপ্তপ্রায়। বঙ্গোপসারের অনেকটা গভীরে এই মাছ দেখতে পাওয়ায় যায়। আগে এই চিরুনি করাত মাছ প্রায়শই জালে এলেও এখন তাদের দেখা মেলা ভার। মাছটির ওজন প্রায় ৫৫০ কেজি বলে মৎস্যজীবিরা জানিয়েছেন।
মাছটি উড়িষ্যার পারাদ্বীপের একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকে দিঘা মোহনায় মাছটিকে বিক্রী করার জন্য নিয়ে আসা হয়। এইদিন দীঘা মোহনার আড়তে মাছটি নিলামে ঊঠছে। মৎস্যজীবিরা জানিয়েছেন মাছটি বিক্রী করে বেশ কয়েক হাজার টাকা ঘরে তুলতে পারবে তারা।
দিঘার মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, এই চিরুনি করাত মাছটির কদর রয়েছে এর পাখনা’র জন্য। পাখনা যত বড় হবে এর দামও ততটাই বেশী হয়। এগুলি গুরুত্বপূর্ণ ওষুধ তৈরীর কাজে ব্যবহার হয় বলেই প্রাথমিক ভাবে মৎস্যজীবিরা জানিয়েছেন।