নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: আর ওষুধে নয় ! ফুল ও গিটিংস পেলেই সুস্থ হয়ে যাবে মানসিক রোগী! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমন্ধে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতৃত্বরা। এই বক্তব্যে রীতিমত রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ী ‘ শান্তিকুঞ্জ ‘ গেট ওয়েল সুন’ শুভেন্দু কর্মসূচি পালন করতে গিয়ে বেকায়দায় তৃণমূল নেতৃত্বরা।
এনিয়ে মামলা দায়ের হল কাঁথি থানায়। রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুএ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, রাজ্য ছাত্রনেতা আবেদ আলি খাঁন সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে কাঁথি থানার ইমেইলের মাধ্যমে আইনজীবি শ্রীকান্ত মাইতি অভিযোগ দায়ের করেন। রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে।
তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য কমিটি সদস্য আবেদ আলী খান বলেন ” অভিযোগ রয়েছে৷ অভিযোগ হবে। আমাদের প্রশাসন যেতে দেয়নি। আমরা সেখানে যাইনি। গিটিংস ও গোলাপ ফুল তুলে দিয়েছিলাম। তারপরও যদি অভিযোগ হয় কিছু করার নেই।উনি মানসিকভাবে অসুস্থ। আমরা মনে করছি গিটিংস পেলে সুস্থ হয়ে যাবে “। কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস বলেন ” অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।