সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সন্ধ্যার মধ্যেই ফিরে আসেন তিনি। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও ফেরেননি।বুধবার সকালেই মর্মান্তিক ঘটনা। বাড়ির অদূরেই পানাপুকুর থেকে উদ্ধার হল আইনজীবীর দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
এক আইনজীবীর মৃত্যুর ঘিরে রহস্য তৈরি হয়েছে বারুইপুরে। মৃতের নাম সঞ্জয় মিত্র। পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হচ্ছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। সঞ্জয় বারুইপুর আদালতে অনুশীলন করতেন।

