নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলপি :: হুগলি নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ১৮ টি নড়ে ভোলা মাছ। জানা যায়, গত বুধবার কুলপি রাঙাফলার পাঁচজন মৎসজীবী নৌকা নিয়ে হুগলি নদীর আগুনের চড়ার কাছে মাছ ধরতে যায় । তাদের জালে ১৮ টি ৫ ফুট দৈর্ঘ্যের নড়ে ভোলা মাছ ধরা পড়ে।
বৃহস্পতিবার মাছগুলি ধরে বাড়িতে নিয়ে আসলে বড় মাছ দেখতে বেলপুকুর এলাকায় ভিড় জমায় এলাকাবাসীরা। অবশ্য মৎস্যজীবীরা জানান, মাছগুলি নিলামের জন্য ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে নিয়ে যাওয়া হবে।জালে ৫ ফুট দৈর্ঘ্যের ১৮টি নড়ে ভোলা মাছ পাওয়ায় বেজায় খুশি বেলপুকুরের মৎস্যজীবীরা। কারণ প্রচুর টাকায় বিক্রি হবে ওই মাছ ।
আর তাতেই ভাগ্য খুলে যাবে তাদের । তাই একরকম হটাৎ বড় লটারির দান পাওয়ার মতো আনন্দে গা ভাসিয়ে ওই পাঁচ মৎস্যজীবী । দিন কয়েক আগেই একটি মাত্র তেলিয়া ভোলা মাছ পেয়ে ভাগ্য খুলে গিয়েছিল সাগরের চার মৎস্যজীবীর।