নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তদের আলোর দিশা দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ মূলক প্রকল্প।ভিনরাজ্যে নয় রাজ্যের সরকারি হাসপাতালেই পরিষেবা দিতে শুরু করেছেন স্বাস্থ্যবিভাগ।মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এবার চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে অন্ধত্ব প্রতিরোধ বিনামূল্যে চক্ষু অপারেশন করাচ্ছে রাজ্য সরকার।
একুশে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় চোখের আলো প্রকল্প চালু করেন।এতে রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পড়ে।দিনমজুর থেকে শুরু করে গরীব দুস্থের কথা ভেবে মুখ্যমন্ত্রী উদ্যোগী হন এই প্রকল্প চালু করতে।ইতিমধ্যে সেই প্রকল্পের পরিষেবা নিতে ঢল পড়ছে মালদহের চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে।
বৃহস্পতিবার চাঁচল মহকুমার ছয়টি ব্লকের মোট ২৫ জন মানুষের চোখ অপারেশন করা হয়েছে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে।সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা খুশি রোগীর পরিজনেরা।