নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: নবদ্বীপে এবার উল্টো পুরান, দলীয় পতাকা হাতে নিয়ে এবার জাতীয় কংগ্রেসের যোগ দিলেন বেশ কিছু যুবক। গতকাল রাতে নদীয়ার নবদ্বীপ শহরের জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয় ইন্দিরা ভবনে তাদের হাতে পতাকা তুলে দেন নবদ্বীপ শহরের কংগ্রেস সভাপতি নির্মল সাহা।
গোটা রাজ্যজুড়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার একটা প্রবণতা তুমুল পর্যায়ে চলছে। কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে দেখা যাচ্ছে আবার কখনো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে দেখা যাচ্ছে। সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কংগ্রেস এখন অনেকটাই কোনঠাসা । বর্তমান সেই কোনঠাসা রাজনৈতিক দলেই এবার যোগ দিতে দেখা গেল বেশ কিছু তরতাজা যুবককে।
নবদ্বীপ শহরের বেশ কিছু ওয়ার্ড থেকে ওই যুবকরা গতকাল রাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন। এ বিষয়ে কংগ্রেসের যোগদান করার পর রাজিব চক্রবর্তী নামে এক যুবক বলেন, বর্তমান রাজনীতিতে দেখা গেছে সাধারণ মানুষের থেকেও নিজের স্বার্থসিদ্ধি কায়েম করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সেই পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে একমাত্র কংগ্রেস দলটাই অনেকটা স্বচ্ছ। সেভাবে আমরা রাজনীতি না করলেও আগামী দিনে কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই । এ বিষয়ে নবদ্বীপ শহর জাতীয় কংগ্রেসের সভাপতি নির্মল সাহা বলেন, যারা দলে যোগ দিয়েছেন তাদের সিদ্ধান্ত খুব ভালো এবং সঠিক সিদ্ধান্ত।
জাতীয় কংগ্রেসের একমাত্র দল যারা ভারত বর্ষের সাধারণ মানুষের জন্য কাজ করে। আমরা নবাগতদের আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনে এই যুবদের হাত দিয়েই জাতীয় কংগ্রেস অনেক শক্তিশালী হয়ে উঠবে।