ফের কুলপিতে খড়েরগাদা থেকে উদ্ধার হল বোমা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলপি :: পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে এলাকা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। আবারও বোমা মজুত পাঁচ দিনে তিন বার। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনী গ্রামে ফের বোমার হদিশ। গ্রামের মাঠে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান।

খবর পেয়ে কুলপি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয় ২ কিশোর। এর তিনদিনের মাথায়, রবিবার গ্রাম থেকে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা।

এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের কুলপির ওই গ্রামে বোমার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। বোমা উদ্ধারকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল ও আই এস এফ একে অপরের বিরুদ্ধে বোমা মজুত রাখার অভিযোগ তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + four =