মমতার হাত ধরেই বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে – দাবি অরূপের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। রবিবার সকালে হাওড়ায় এক স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা শিবিরের উদ্বোধনে এসে এই দাবি করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

তিনি বলেন, “আমরা যখন কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে আগে যেতাম যেমন এসএসকেএম, এনআরএস, আরজিকর, মেডিকেল কলেজ প্রমুখ, তখন হাসপাতালগুলোর একটা বেহাল অবস্থা ছিল। পরবর্তী ক্ষেত্রে বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে স্বাস্থ্য ব্যবস্থা নিরীক্ষণ করে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করেছেন।

আজকে শিশু মৃত্যুর হার প্রায় নেই বললেই চলে। মানুষ এখন প্রকৃতই চিকিৎসা পাচ্ছেন। বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে তা বাংলার মানুষ অস্বীকার করতে পারবেন না। তা সত্ত্বেও বলব বর্তমানে যে অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এত ঋণের বোঝা, এতো টাকা ঋণ পরিশোধ করতে চলে যাচ্ছে, তা সত্ত্বেও বাংলায় ব্যাপক উন্নয়নের কাজ চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − ten =