নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। শ্বশুর-শাশুড়ির অত্যাচারের ফলে আত্মহত্যা দাবি মেয়ের বাড়ির। থানায় লিখিত অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্ত শ্বশুর শাশুড়ি। শাস্তির দাবি মেয়ের পরিবারের। চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কালিতলা মোবারকপুর গ্রামে।
মৃত গৃহবধুর নাম যমুনা মালো(৪৬)। পাঁচ বছর আগে তার বিয়ে হয় কালিতলা মোবারকপুর গ্রামের হীরু মালোর সঙ্গে। মেয়ের পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে অশান্তি হতো। মেয়ের শ্বশুর ভূপাল মালো এবং শাশুড়ি মালতি মালো মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতো। অত্যাচারের ফলে এর আগে ওই গৃহবধূ তার চাঁচল থানার মল্লিকপাড়া বাপের বাড়ি চলে যায়।
তারপর আবার মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু বন্ধ হয়নি অত্যাচার।এমনকি শ্বশুর মদ্যপ অবস্থায় এসে গায়ে হাত তুলতো বলে অভিযোগ। কিন্তু পরিবার সূত্রের খবর জামাই হিরু মালোর সঙ্গে তার মেয়ের সুসম্পর্ক ছিলো। স্বামীর সঙ্গে কোন রকম সমস্যা ছিল না। স্বামীকে মাঝে মাঝে কাজে কলকাতা যেতে হলে সেই সময় শ্বশুর-শাশুড়ি অত্যাচার করত।
রবিবার সকালে স্বামী বাজার গিয়েছিল সেই সময় ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সমগ্র ঘটনা নিয়ে জামাই এবং শশুর শাশুড়ির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। শশুর শাশুড়ি পলাতক রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।