নদী থেকে বালি তোলার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বাঁকুড়া সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বালি তুলে সংসার চালানো মানুষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: নদী থেকে বালি তোলার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বাঁকুড়া সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বালি তুলে সংসার চালানো মানুষ। সোমবার সি.আই.টি.ইউ নেতা প্রতীপ মুখার্জীর নেতৃত্বে তারা সদর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন।

বালি তোলার সঙ্গে যুক্ত মানুষের তরফে বলা হয়েছে, নদী থেকে ভ্যান অথবা গোরুর গাড়িতে বালি তুলে তা বিক্রি করে আমরা সংসার চালাই। আর এই প্রথা আজকের নয়, বংশপরম্পরায় এই কাজ করে আসছি। কিন্তু বর্তমানে ঐ কাজেও সরকারীভাবে বাধা দেওয়া হচ্ছে। এমনকি মামলা দেওয়া থেকে ট্যাম্পু ভেঙ্গে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

সি.আই.টি.ইউ নেতা প্রতীপ মুখার্জী বলেন, শহরে একশো দিনের কাজ নেই, গ্রামেও ঐ কাজ বন্ধ। মানুষের রুটি রুজির সংস্থান করতে হিমশিম অবস্থা। বাঁকুড়া শহরের দুই পাশে দু’টি নদী। হাজারোরও বেশী মানুষ বংশপরম্পরায় ঐ নদী থেকে বালি তুলে তা বিক্রি করেন।

কিন্তু প্রশাসনের সৌজন্যে তা বন্ধ। বিষ্ণুপুর মহকুমা প্রশাসন গোরুর গাড়ি, ভ্যানে বালি তোলার অনুমতি দিয়েছে। প্রয়োজনে রয়েলটি দিয়েও বাঁকুড়ার নদী গুলি থেকে সাধারণ গরীব মানুষকে বালি তোলার অনুমতি দেওয়া হোক বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =