নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: প্রধানমন্ত্রী ও সরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিএী মিএ।বিগত রবিবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধীনীতি ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রতুয়ার কাহালা হাইস্কুল ময়দানে প্রতিবাদ সভা ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিন কয়েক আগে সজল ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন।তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল জনসভা করেন।এই জনসভা সভা থেকে তৃণমূল বিধায়ক সাবিএী মিএ প্রধানমন্ত্রী ও সরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন।এই মন্তব্যে সরগরম রাজনীতি।
বেফাঁস মন্তব্যের প্রতিবাদে মালদার মানিকচক ব্লক জেডপি ২৮ নম্বর যুব মোর্চার তরফে মঙ্গলবার, দুপুর নাগাদ মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকায় বিক্ষোভ দেখানো হয়।এদিন উপস্থিত ছিলেন দক্ষিন মালদা যুব মোর্চা সভাপতি শুভঙ্কর চম্পটি,মানিকচক জেডপি ২৮ মন্ডল যুব মোর্চা সভাপতি সৌমেন মন্ডল,সাধারন সম্পাদক হরিদাস রায়,বিজেপি নেতা সুভাষ যাদব সহ অনান্যরা।
বিক্ষোভের জেরে আটকে পরে বহু ছোট বড় যানবাহন।যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিলেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।অবশেষে কয়েক ঘণ্টার পর বিক্ষোভ তুলে নেন বিজেপির যুব মোর্চা নেতৃত্ব।