মাটিতে বসে ভাত কচু আলু টেংরা মাছ খেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: জেলা সফরের দ্বিতীয় দিনে এসেও জনসংযোগে খামতি রাখলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে টাকি লঞ্চ ঘাট থেকে ইছামতি নদীতে লঞ্চে নৌ সফরে বের হন তিনি। সেখান থেকে সোজা চলে যান বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয়ে।

সেখানে গিয়ে তিনি সরাসরি ঢুকে পড়েন ক্লাসরুমে এবং স্কুলের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন হন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে কাছে পেয়ে হকচকিয়ে যান বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবকরা। একদিকে যেমন পড়ুয়াদের সাথে কথা বললেন। অন্যদিকে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও গ্রামবাসীদের মধ‍্যে শীতবস্ত্র বিতরণ করলেন।

গতকাল মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সামশেরনগরে শীতবস্ত্র বিতরণ সঠিকভাবে করতে না পেরে ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যের এই প্রশাসনিক প্রধান। কিন্তু আজকে কচিকাঁচাদের মধ্যে থেকে নিজের দিনটাকে অতিবাহিত করলেন এবং একপ্রকার পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে আরো জোর দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =