নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: মাঝে মাত্র একটি দিন আগামী ৫ ডিসেম্বর মায়াপুর ইসকনে একইভাবে একই যোগে পাঁচ হাজার লোক গীতা পাঠ করবেন। পশ্চিমবাংলার সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে এই প্রথম এত সংখ্যক লোক সম্মিলিতভাবে গীতা পাঠ করবেন। যা সমগ্র ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করবে।
৫ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে শুরু হবে এই অনুষ্ঠানের শুভ সূচনা। ইতিমধ্যেই চারটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে বিভিন্ন মঠ মন্দিরের মঠাধ্যক্ষ থেকে শুরু করে মহারাজরা থাকবেন। নজিরবিহীন এই সম্মিলিত গীতা পাঠে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে একসাথে গীতা পাঠ করবেন বলে ইস্কন সূত্রে খবর।
ইতিমধ্যেই পাঁচ হাজার মানুষের গীতা পাঠের জন্য তৈরি হয়েছে বিশালাকার জায়গা। চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি। আজ থেকে ই রাজ্য তথা ভিন রাজ্য থেকে অসংখ্য মানুষ আসতে শুরু করে দিয়েছে মায়াপুর ইসকনে।