রণক্ষেত্র হটুগঞ্জ ! পুলিশি ধর পাকড়ে গ্রেফতার ৪৪ জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শনিবার অভিষেক গড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা কেন্দ্রে রণক্ষেত্র চেহারা নেয় কুলপি বিধানসভার হটুগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্র জানা যায়, শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার লাইট হাউস মাঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা ছিল ।

সেই জনসভায় যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে সভাস্থলে পৌঁছাচ্ছিল সেই সময় কুলপির হটুগঞ্জ এলাকার কাছে তৃণমূল কর্মীর সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর সমর্থকদের বিরুদ্ধে।

এই ঘটনা খবর যখন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানতে পারে। সভাস্থল থেকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় হটুগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ । শনিবারের ঘটনায় মোট ৪৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =