নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রক্তদানও এক মহৎ কর্ম কারণ একটু রক্তদান মানে একটা জীবন দান । রক্তের বিভাগ বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে বহু জটিল ও দুরারোগ্য ব্যাধি সহজেই নিরাময় হচ্ছে । মুমূর্ষু রোগীর দেহে রক্ত সঞ্চালন করে অনেক রোগ সারানো হয় ।
যে-কোনো মানুষের রক্ত নির্বিচারে রক্তের জোগান অব্যহত রাখতে লাগাতার রক্তদান শিবির করে চলেছে মালদা জেলা পুলিশ। আজ শনিবার ৩রা ডিসেম্বর মালদা জেলা পুলিশের উদ্যোগে ভূতনি থানার সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৭০ জন সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মী রক্তদান করেন। তিনজন মহিলা সিভিক ভলেন্টিয়ার রক্তদান করেন।
আজ এই শিবিরে উপস্থিত ছিলেন ভূতনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুণাল দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায় সহ, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল ও প্রাক্তন যুব নেতা ইমরান হোসেন। শীতকে উপেক্ষা করেই সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন। শিবির সহ অনুষ্ঠানটি পরিচালনা করেন ভূতনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল দাস।