নিজস্ব সংবাদদাতা :: সংবাদপ্রবাহ নিউজ ডেস্ক :: ২রা,জানুয়ারি :: সল্টলেক :: সল্টলেকের দত্তাবাদে শুরু হলো করোনার ভ্যাকসিনের ড্রাই রান। দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ড্রাইরান শুরু হলো আজ সকাল বেলায়। কাদের কিভাবে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হবে এবং টিকাকরণের পর কোন সমস্যা হলে কিভাবে তার মোকাবিলা করা হবে এইসবকিছু যাচাই করতে করোনার ভ্যাকসিনের ড্রাই রান হলো শুরু হল আজ।
দত্তাবাদ ছাড়াও উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রাম ও আমডাঙায় করোনা ভ্যাকসিনের ড্রাইরান চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফের জানা গিয়েছে করোনাভাইরাসের টিকার ড্রাইরানে টিকার মজুতকরণ, টিকা স্বাস্থ্যকেন্দ্রে পর্যন্ত নিয়ে যাওয়ার সময় সুরক্ষা বিধি কিভাবে মানতে হবে এবং টিকা নেওয়া মানুষদের কোন সমস্যা হলে যারা টিকা কিভাবে তাদের দেখভাল করতে হবে এই বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে। মূলত স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের যেমন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই ড্রাই রানে যুক্ত করা হয়েছে।