অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় মঞ্চ থেকে মারিশদা এলাকার প্রধান, উপপ্রধান সহ অঞ্চল সভাপতিকে পদত্যাগ করার জন্য জেলা সভাপতিকে নির্দেশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মারিশদা :: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্যার কথা তুলে ধরেছিলেন গ্রামবাসীরা। নিরীহ গ্রামবাসীদের পাহারা জন্যই টহলদারি মারিশদা থানার পুলিশের পক্ষ থেকে কেন তৈরি করা হয়েছে।

এলাকায় পরিদর্শন করেন খবর উপরে পুলিশ সুপার অমরনাথ কে সহ একাধিক পুলিশ আধিকারিকরা। এলাকার প্রধান, উপপ্রধান সহ অঞ্চল সভাপতি বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তারপরে কার্যত গ্রামবাসীদের ধমক দেওয়ার অভিযোগ উঠল এলাকার দাপটে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় মঞ্চ থেকে এলাকার প্রধান, উপপ্রধান সহ অঞ্চল সভাপতিকে পদত্যাগ করার জন্য জেলা সভাপতিকে নির্দেশ দেন। রবিবার কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি সমন্ত তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসেন।

এরপর এলাকার প্রধান, উপপ্রধান সহ অঞ্চল সভাপতি পদত্যাগপত্র গ্রহণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর এলাকার গ্রামবাসীদের ধমক দেওয়ার অভিযোগ উঠে তৃণমূল নেতা বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে বলেন ” পুরো ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। এ বিষয়ে বেশি কিছু মন্তব্য করব না “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 14 =