নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: নিম্নমানের মিড.ডে.মিল দেওয়ার অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। এমনকি কিচেনে চাবি দেওয়ার ঘটনাও ঘটলো। মঙ্গলবার বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ির বড়শী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। খবর পেয়ে গ্রামে যায় স্থানীয় থানার পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলে উপস্থিত ছাত্র ছাত্রীদের মিড.ডে.মিলে একটি ডিম দেওয়ার কথা, কিন্তু বড়শী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের একটি ডিমের চার ভাগের এক ভাগ দেওয়া হয়। এমনকি প্রায়শই লাউ ঝোল, পেঁপে ঝোল খাওয়ানো হয়। এমনকি একাধিকবার ডালে পোকা পড়ার ঘটনাও ঘটেছে বলে তাদের অভিযোগ। আর এই ঘটনার পিছনে একটি বিশেষ স্বনির্ভর গোষ্ঠীকে রান্নার দায়িত্ব দেওয়াই দায়ী বলে তারা দাবি করেন।
এবিষয়ে বড়শী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন হেমব্রমের দাবি, সরকারীভাবে ছাত্র পিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দ, তবে নিম্নমানের খাবার বা ডালে পোকার অভিযোগ কেউ কোন দিন করেনি। যথেষ্ট ভালো খাবার ছাত্র ছাত্রীদের খাওয়ানো হয় বলে তিনি দাবি করেন। একই সঙ্গে অন্য কোন স্বনির্ভর গোষ্ঠী না থাকায় এতো দিন একটি গোষ্ঠীই লাগাতার মিড.ডে.মিলের দায়িত্বে ছিল বলে তিনি জানান।