কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা দাবি করছেন তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। আর সেই ভিডিও টুইট করে আক্রমণ সানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রমাণ থাকলে থানায় অভিযোগ করুন শুধু রাজনীতি করার জন্য মিডিয়ায় কথা বলবেন না পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।
তবে যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি চাঁচল দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন সাহা। তার দাবি ইয়ার্কির ছলে তিনি এই কথা বলেছিলেন। বিরোধীরা তাকে বদনাম করার জন্য ষড়যন্ত্র করে এই ভিডিও করেছে।
সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন তৃণমূল নেতা গ্রামবাসীর কাছ থেকে সরকারি আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার জন্য ৩ হাজার টাকা দাবি করছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায় চাঁচল ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন সাহা ১ গ্রামবাসীর কাছ থেকে সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য ৩০০০ টাকা দাবি করছেন। ঘটনাটি মালদার চাঁচল ২ নম্বর ব্লকের কাজলদিঘী গ্রামের।