কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শীতের মরশুমে বাজারে বিক্রি হচ্ছে পাকা আম। কেউ কিনতে, আবার কেউ দেখতে ফলের দোকানের ভিড় জমাচ্ছেন আম রসিকরা।সত্যিই, কমলালেবু, আপেল সহ অন্যান্য শীত মরশুমের ফলের পাশাপাশি বিক্রি হচ্ছে আম।
মালদার আম জগত বিখ্যাত। তবে মালদার আম এখন পাওয়া যাচ্ছে না। ভিন রাজ্য ব্যাঙ্গালোর থেকে আসছে আম।
মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি ফলের দোকানে বিক্রি হচ্ছে আম। ভিড় জমাচ্ছেন আম রসিকরা। এক ক্রেতা জানিয়েছেন, অসময়ে আম বিক্রি হচ্ছে বাজারে। খেতেও সুস্বাদু সেই আম। অল্প হলেও খাবার জন্য বাড়িতে আম কিনে নিয়ে যাচ্ছেন তিনি।
এক বিক্রেতা জানিয়েছেন, এই সময় বাজারে পাওয়া যায়, কমলালেবু, আপেল, বেদানা সহ অন্যান্য ফল। শীতের মরশুমে আম আসছে ব্যাঙ্গালোর থেকে। তিনি জানান ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আম। অনেকেই আম কিনে নিয়ে যাচ্ছেন। অল্প হলেও শখে নিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য।