হিমাচল প্রদেশে এবার সিংহাসনে কংগ্রেস – খার্গের মুকুটে নতুন পালক – অক্সিজেন পেল কংগ্রেস

কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি : শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পাহাড়ি রাজ্যটি কংগ্রেসের হাতেই আসতে চলেছে। এখনও পর্যন্ত ফলাফল বলছে, পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে ৩৯ আসনে জিততে চলেছে কংগ্রেস। বিজেপির দখলে যাচ্ছে ২৬টি আসন। আর নির্দল প্রার্থীরা জিতছেন ৩টি আসনে।

৬৮ আসনের হিমাচল বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৫। অর্থাৎ, কংগ্রেস সুস্পষ্টভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে। বস্তুত, প্রায় চার দশক ধরে হিমাচলে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলের যে রীতি চলে আসছে, সেটা এবারও বজায় রইল। বিজেপি দীর্ঘদিন ধরে চলে আসা সেই রীতিবদলের ভালরকম চেষ্টা করলেও শেষ পর্যন্ত কাজের কাজটি করে গেল কংগ্রেস ।

আগের বারের থেকে ১৮টি আসন বাড়িয়ে সরকার গড়ার জায়গায় পৌঁছে গিয়েছে হাত শিবির। তাদের আসন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার তুলনায় সামান্যই বেশি। আবার যে ৩ জন নির্দল জিতেছেন, তাঁরা যদি বিজেপিকে সমর্থক করেন, তাহলে বিজেপিও সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাবে।

আর সেটাই কংগ্রেসের আশঙ্কার মূল কারণ। হাত শিবিরের আশঙ্কা, সোজা পথে ক্ষমতা দখল করতে না পারলেও সরকার গড়ার জন্য ঘোড়া কেনাবেচার মরিয়া চেষ্টা করতে পারে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =