কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ টিভি :: ৬ই,জানুয়ারি :: নয়াদিল্লি :: বাংলাদেশ সরকার, বেক্সিমকো ও সিরামের মধ্যেও চুক্তি হয়েছে। সিরামের টিকা রপ্তানির ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞার খবরের মধ্যেই গতকাল সোমবার বাংলাদেশ সরকার ও বেক্সিমকোর পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তির আওতায় বাংলাদেশ সময়মতোই টিকা পাবে।সিরামের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের তৈরি টিকা রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই।
করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের জন্য পাঁচ হাজার ৬৫৯ কোটি টাকার অনুমোদন দিয়েছে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেকের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।