নিজস্ব সংবাদদাতা ;; সংবাদ প্রবাহ :: চাকদহ :: রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাট। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। এক শ্রেণীর অসাধু চক্র মাটি দিয়ে পুকুর ভরাট করছিল চাকদহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। এলাকার মানুষ প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি নিজের সাংবাদিকতার পরিচয় দিয়ে থানায় নানা কেস ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় বলে অভিযোগ।
প্রায় দিন রাস্তার উপরেই ভ্যানে করে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ভরাটের কাজ চলছিল, স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে আন্দোলনের নামে। পুকুর ভরাটের বিরুদ্ধে পথ অবরোধ করলো চাকদহের বাসিন্দারা। পাল পাড়ার ৩৫ নম্বর মৌজার প্রায় দুই বিঘা পুকুর রাতের অন্ধকারে ভরাট করে চলেছে বলে দাবি এলাকার এক বাসিন্দারদের।
এই পুকুর ভরাটের বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই চাকদাহ কল্যাণী বাইপাস রোড পথ অবরোধ করল। দীর্ঘক্ষন সময় ধরে চলে এই পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসী।