নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলী :: ব্যান্ডেল বালিকাটা অঞ্চলে বহু জৈন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ওই সম্প্রদায়ের একটি মন্দিরও আছে বালিকাটা এলাকায়। সেই মন্দিরের সামনে থেকেই আজ সকালে জৈন সম্প্রদায়ের মানুষ মৌন মিছিল শুরু করেছে ব্যান্ডেল অঞ্চলে।এই বিষয়ে তাদের একটি স্মারকলিপি ও জমা দেবার কথা জেলাশাসকের কাছে রয়েছে।
জৈন সম্প্রদায়ের অভিযোগ ঝাড়খন্ড সরকার পরেশনাথ মন্দির এলাকা পর্যটন কেন্দ্র ঘোষণা করায় সেই জায়গার পবিত্রতা নষ্ট হবে।পর্যটন কেন্দ্র হওয়ার দরুন বহু মানুষের যাতায়াত বাড়বে। এবং সেখানে বিনোদনের জন্য সব রকম আমিষ নিরামিষ সমস্ত কিছুই ব্যবহার করা হবে।যার ফলে ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির এলাকাটি তার পবিত্রতা নষ্ট হবে।
সেই জন্যই এই প্রতিবাদ মিছিল। তাদের দাবি এতদিন পর্যন্ত ওই এলাকাটি যেভাবে ছিল সেই ভাবেই রাখা হোক তাতে আগের মতই মানুষ যাতায়াত করতে পারবে এবং পবিত্রতা বজায় থাকবে।