হাওড়ায় আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তোলাকে কেন্দ্র করে হাওড়ায় আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লো। ঘটনার জেরে মোতায়েন করা হয় র‍্যাফ। জখম হন একাধিক জন। জানা গেছে, এদিন টিএমসিপি’র পতাকা তোলার সময় বাধা দেয় অপরপক্ষ। এই নিয়েই বচসা, ধাক্কাধাক্কি থেকে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। ছুটে আসে পুলিশ। পুলিশের সামনেই মারধর করা হয় বলে আহত ছাত্রের অভিযোগ। আরও অভিযোগ, ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল নিয়েই এদিন উত্তপ্ত হয়ে কলেজ ক্যাম্পাস। এরপরেই একে অপরের ওপর চড়াও হয়।

বহিরাগতরাও ঢুকে পড়ে কলেজে এমনও অভিযোগ ওঠে। সংঘর্ষের ঘটনায় তিনজন জখম হন। ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশবাহিনী। উত্তেজনা থাকায় র‍্যাফ মোতায়েন করা হয়। এই ঘটনার নেপথ্যে ইউনিয়নের দখলদারি রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 9 =