বড়দিনের আনন্দে চড়ুইভাতী আমেজে মেতে উঠেছে বাংলা। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ।

সুদেষ্ণা  মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বড়দিনের আনন্দে চড়ুইভাতী আমেজে মেতে উঠেছে বাংলা। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছে পর্যটকেরা। সুন্দরবন থেকে শুরু করে বকখালি দক্ষিণ ২৪ পরগনা পর্যটন কেন্দ্রগুলিতে এখন তিল ধারণের জায়গা নেই।

গত দু’বছর করোনা মহামারীর কারণে বড়দিনের আমেজে তেমন ভাবে মেতে উঠতে পারেনি বহু পর্যটকেরা। এবছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক । দক্ষিণ ২৪ পরগনা বকখালি, ডায়মন্ড হারবার, ফলতা ,মৌশুনি দ্বীপ ক্যানিং, হ্যানরি আইল্যান্ডে পর্যটকদের ভিড়। চলছে দেদার আনন্দ আর চড়ুইভাতী। বছরের শেষ কয়েকটা দিন বন্ধু-বান্ধবদের সঙ্গে চড়ুইভাতীর আমেজে আনন্দে কাটাতে চায় বাংলা।

বড়দিনের আনন্দে সেজে উঠেছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে এসডিপিও মিতুন কুমার দে সান্টা ক্লাসের পোশাকে হাজির হয় ডায়মন্ড হারবারে ইটভাটার শ্রমিকদের পরিবারের কাছে। শ্রমিকদের পরিবারের ছোট্ট শিশুদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নেয়। কেক চকলেট ও নতুন জামা কাপড় উপহার দিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠে। বাংলাতে এখন ফেস্টিভ্যালের মুড অন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 16 =