নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শাসক দলের দূর্ণীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বাঁকুড়া জেলা জুড়ে আন্দোলন তীব্র করছে গেরুয়া শিবির। বুধবার ঐ ইস্যুতে বাঁকুড়া-২ বিডিও অফিস ঘেরাও ও ডেপুটেশন দিলেন তাঁরা।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দলের নেতা ও বাঁকুড়ার বিধায়ক অমরনাথ শাখা, ওন্দার বিধায়ক নীলাদ্রি শেখার দানা । কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার, দলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি যদাক্রমে সুনীল রুদ্র মণ্ডল, বিলেশ্বর সিনহা প্রমুখ।
বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শাসক দল ব্যাপক দূর্ণীতি ও স্বজন পোষণ করছে। প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে নিজেদের দলীয় লোকেদের নাম ঐ প্রকল্পে তালিকাভূক্ত করা হচ্ছে বলেও অভিযোগ।
এদিন বিজেপির এই কর্মসূচী ঘিরে যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছিল প্রশাসন। যদিও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর নেই।