নমমী গঙ্গে এই অনুষ্ঠানে পানিহাটি মহোৎসব তলাঘাটে সূচনা করেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানিহাটি:: নমমী গঙ্গে এই অনুষ্ঠানে পানিহাটি মহোৎসব তলাঘাটে সূচনা করেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। গঙ্গার পার গুলোকে সুন্দর রাখার জন্য এসটিটি প্লান্ট গুলোকে সংস্কার করা এবং পুনঃনির্মাণ করা নতুন করে এস টি টি প্লান্ট তৈরি করা যাতে পৌরসভার ময়লা জল গঙ্গায় না পড়ে।

পানিহাটিতে যে এসটিটি প্লান্টটি ছিল সেটা দীর্ঘদিন বিকল হয়েছিল। সেটিকে পুনর্গঠন করা হয়েছে কে এম ডি এ এর তত্ত্বাবধানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তাতে আমরা অংশ নিয়েছি। নবমী গঙ্গার কাজ যাতে দ্রুততম শেষ হয় এবং গঙ্গা যাতে পরিস্কার থাকে তার ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =