খেলাধুলার মধ্যে গঙ্গা নদীর স্বচ্ছতার বার্তা মালদহে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :; মালদহ :: স্বাস্থ্যই সম্পদ। শরীরকে সতেজ রাখতে খেলাধুলার একান্ত প্রয়োজন।তাই কলিয়াচক ব্লকের অন্তর্গত জয়েনপুর আদর্শ ক্লাব অ্যান্ড লাইব্রেরী ও মালদা নমামী গঙ্গের উদ্যোগে গ্রামীণ যুব সম্প্রদায়ের মধ্যে খেলাধুলার প্রসারের জন্য ২৮ থেকে ২৯শে দুই দিন ব্যাপী” জেলাস্তরিও নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে জয়েনপুর স্কুল মাঠে ।

খেলাধুলার পাশাপাশি 3 জন ডক্টরের উপস্থিতিতে বিনামূল্যে ২৫৩ জনকে স্বাস্থ্য পরীক্ষা,১৫০ জনকে বস্ত্র বিতরণ করা হয়।রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

আজকের এই খেলায় উপস্থিত ছিলেন মোয়াজ্জম হোসেন, নমামী জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, কুম্ভিরা ফাঁড়ির সাব ইন্সপেক্টর – রাম সাহা, সমাজ কর্মী শ্যামল কর্মকার। ক্লাবের সদস্যসহ আরও অনেক ক্রীড়া প্রেমী মানুষ। কালিয়াচক ব্লকের সকল গঙ্গা দূত সদস্যরা রালির মাধ্যমে জনসাধারণের কাছে গঙ্গা নদী পরিষ্কার রাখার সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =