নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বাঙালীর নববর্ষ হতে এখনও তিনমাস দেরি। তবে তিন মাস আগেই ইংরাজি নববর্ষ হাতে পেয়ে লুফে নিয়েছে হুজুকে বাঙালী। ডিসেম্বর শেষ হয়ে ইংরাজি নতুন বছরের প্রথম দিনই আবার রবিবার। আর হুজুকে বাঙালীর কাছে শুধু হুজুকটাই বড়। তাই জাঁকিয়ে শীত না পড়লেও এই বছর প্রথম দিন আবার রবিবার পড়ায় সোনায় সোহাগা হুজুকে বাঙালীর কাছে।
তাই রবিবার সকাল থেকে হাওড়া জেলার পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের ঢল নামতে শুরু করেছে। রবিবার সকাল থেকেই বোটালিক্যাল গার্ডেনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। রংবেরঙের শীত পোশাক পরে বাচ্চারা চুটিয়ে আনন্দ উপভোগ করছে। এদিন বিগার্ডেনে প্রচুর মানুষ নতুন বছরের প্রথম দিনে ছুটির মেজাজে পরিবারের সঙ্গে মেতে ওঠেন।
ফলে জমজমাট হাওড়ার এই বিখ্যাত পর্যটন কেন্দ্র। আর শহরের কোলাহল থেকে দূরে শান্তিপূর্ণভাবে বছরের প্রথম দিনে রবিবার সাধারণ মানুষ নিজেদের আত্মীয় পরিজনদের সঙ্গে চুটিয়ে আনন্দ উপভোগ করার জন্য বেছে নিয়েছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনকেই।