নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্ল :: মঙ্গলবার সকালে রেল পুলিশের উদ্যোগে বিস্ফোরকের খোঁজে জগদ্ল থেকে কাকিনাড়া স্টেশান পর্যন্ত চলল তল্লাশি অভিযান। এই অভিযানে রেলের শিয়ালদহ শাখার বোম স্কোয়ার্ড সহ ডগ স্কোয়ার্ডের তদন্তকারী পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। বোমার খোঁজে রেল লাইনের ধারের ঝোপে ঝাড়ে দীর্ঘ সময় ধরে চলল তল্লাশি।
উল্লেখ্য, গত বছরের ২৫শে অক্টবর, জগদ্দল ও কাকিনাড়া রেল স্টেশনের মধ্যবর্তী রেল লাইনের ধারে বল ভেবে খেলতে গিয়ে বোমা ঘায়ে নিহত হয় এক শিশু, আহত হয় আরেক শিশু। সেই ঘটনার পরই নড়েচড়ে বসে রেল ও রাজ্য পুলিশ প্রশাসন।
সেই সময় জিআরপি সূত্রে জানানো হয়েছিল, জগদ্দল থেকে কাকিনাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চলবে। তারপর থেকেই রুটিন মাফিক বিস্ফোরকের খোঁজে তল্লাশি অভিযানে নামে রাজ্য পুলিশ ও রেল পুলিশ। এদিনের তল্লাশি অভিযান কার্যত তারই প্রতিফলন