বিরোধী শক্তিকে ধূলিসাৎ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অস্ত্র দিদির সুরক্ষা কবজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী গড়ে তুলতে এবং বিরোধী শক্তিকে ধূলিসাৎ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অস্ত্র দিদির সুরক্ষা কবজ। এই সুরক্ষা কবজ সম্পর্কে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় নদীয়ার রানাঘাটের বেসরকারি একটি লজে।

উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, সহ তৃণমূলের জেলা স্তরের শীর্ষ নেতৃত্বরা।

যদিও সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে দিদির রক্ষা কবজ নিয়ে সবটাই তুলে ধরেন নেতৃত্ব। গতকালে দুটি কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির সুরক্ষা কবজ নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে দিদির দূতেরা। দায়িত্ব সামলাবেন যুব নেতৃত্ব থেকে শুরু করে মাদারস এবং শাখা সংগঠনিক যারা রয়েছেন প্রত্যেকেই।

তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে দিদির এই রক্ষা কবজ বিরোধীদের কি কোণঠাসা করতে পারে তা শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে নির্বাচন এগিয়ে আসলেই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন বিরোধীদের হেভি ওয়েট নেতারা। দিদির রক্ষা কবজে থাকছে নতুন চমক, এবার শুধু মানুষের বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজ নয়, মানুষের খুঁটিনাটি সমস্যা জানতে এবং তাদের অভাব অভিযোগ দীর্ঘ সময় শোনার জন্য রাত্রি বাস করতে পারে নেতৃত্ব। এমনটাই জানা যায় দলীয় সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =