নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: এক গৃহবধূর আকস্মিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বুধবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সিরাজপুর এলাকায় শোকস্তব্ধ পরিবার পরিজন সহ এলাকার বাসিন্দারা।পরিবার সূত্রে জানা গেছে গত দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ।
হঠাৎ করেই তারপর বিছানা থেকে তিনি পড়ে যান এদিন।গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয়।মন্তেশ্বর ব্লক হাসপাতালে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন সহ এলাকার বাসিন্দারা।মৃত গৃহবধূর নাম লাবনি সরদার ,বয়স ৩৫বছর ।
মৃতদেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো হাসপাতাল মর্গে।স্থানীয় সূত্রে জানা গেছে জ্বরে আক্রান্ত হয়েছিলেন লাবনি সরদার,স্থানীয় চিকিৎসকের পরামর্শ মতো তার চিকিৎসা চলছিলো।বিছানা থেকে উঠতে গিয়ে তিনি পড়ে যান মাটিতে। গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয় মন্তেশ্বর হাসপাতালে।সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।পরিবারে নেমে আসে শোকের ছায়া।