নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: গৌতম চৌধুরীর কথার সঙ্গে আমরা একমত নই, সাফ জানালেন অরূপ। মনোজ তিওয়ারির মতে, গৌতম চৌধুরী এক বলতে গিয়ে অন্য উদাহরণ দিয়ে ফেলেছেন। বিজেপি’র অনুগত মিডিয়া সেই ভুল ধরে অপব্যাখ্যা করছে।
রবিবার সকালে হাওড়ার মন্দিরতলায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “গৌতম চৌধুরীর কথার সঙ্গে আমরা একমত নই। উনি যে কথা বলেছেন সেটা কখনোই সঠিক নয়। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল। তার একটা নীতি আদর্শ আছে। তা নিয়েই আমরা দল করছি।
১৯৯৮ সালে আমরা জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম। আমাদের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাপতি ছিলেন সুব্রত বক্সী। পরে আমরা জাতীয় নির্বাচন কমিশন থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি পেয়েছি। আমাদের দলের বিভিন্ন শাখা সংগঠন আছে।
যুব, মহিলা, ছাত্র, শ্রমিক, সংখ্যালঘু, এসসি, এসটি, ওবিসি, জয়হিন্দ, বঙ্গজননী প্রমুখ আমাদের বিভিন্ন সংগঠন আছে। যা বুথ, ব্লক, অঞ্চল স্তর পর্যন্ত বিস্তৃত। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা দক্ষিণপন্থী মনোভাবে বিশ্বাস করি। সুতরাং ওনার কথার সঙ্গে আমরা একমত নই”।
আবাস যোজনায় দুর্নীতি নিয়ে গতকাল শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল যে অভিযোগ করেছেন সেই অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অরূপ রায় বলেন, “আবাস যোজনায় যদি কোনও অনিয়ম হয়ে থাকে তাহলে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কালীপদবাবু নিশ্চয়ই কোনও জায়গা থেকে অভিযোগ পেয়েছেন তাই উনি বলেছেন। তবে আমার কাছে এসডিও, ডিএম বা কারও বিরুদ্ধেই কোনও অভিযোগ নেই।