নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিমল দাশ এক নম্বর কলোনির বাসিন্দা অসীমা পাল। দীর্ঘদিন আগে তার স্বামী প্রয়াত হয়েছেন। মৃত্যু হয়েছে বড় ছেলের। ছোট ছেলে সামান্য কাজ করে। রয়েছে নিজের জায়গা তবে নেই পাকা বাড়ি মাটির কুঁড়েঘরে বসবাস করছেন তিনি।
শীত গ্রীষ্ম বর্ষা, এই ভাবেই থাকতে হয় তাকে তার পরিবারের সদস্যদের। তার কপালেও জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। কেউ সার্ভেও করতে আসেনি তার বাড়িতে। চোখে জল নিয়ে এমনই দাবি করেছেন তিনি।
ওই এলাকারই বাসিন্দা তথা বিজেপির উত্তর মামলা সংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তাপস গুপ্ত বলেন একসময় সাহাপুর গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপি পরিচালিত। সেই সময় ঘরের তালিকা করে পুরাতন মালদা বিডিও অফিসে পাঠানো হয়েছিল।। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বলেই ঘরের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।
পাল্টা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এলাকা তৃণমূল নেতা অনিক ঘোষ বলেন যখন ঘরের তালিকা হয় সেই সময় আমি বিরোধী দলনেতা ছিলাম প্রধান ছিল বিজেপির তারা ঘরের তালিকা নির্দিষ্ট সময় জমা দেয়নি এই কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।